সহস্রধারা ঝরনা - সীতাকুণ্ড ইকো পার্ক, চট্টগ্রাম
কিভাবে যাবেন : ঢাকা থেকে রাতে চট্টগ্রাম গামী যে কোন বাসে উঠে পরবেন। টিকেট চেকার কে বলে রাখলে সীতাকুণ্ড ইকো পার্ক এর গেটে নামিয়ে দেবে। খুব বেশি সকালে নামিয়ে দিলে ওখানেই কিছুক্ষণ অপেক্ষা করুন। সকালের নাস্তা এবং শুকনো খাবার ওখানেই পাবেন। গেট থেকে রাস্তা ধরে কিছুদুর গেলেই রেল লাইন পাবেন আরো কিছুদুর গিয়ে মেইন গেট পাবেন। ওখান থেকে টিকেট কেটে ভিতরে ঢুকতে হবে। ভেতরে পিচ ঢালা পাহাড়ি পথ ধরে সামনে এগুতে হবে। রাস্তার পাশেই ছোট ছোট সাইনবোর্ড এ বিভিন্ন স্থান এবং ঝরনার নির্দেশনা দেয়া থাকবে। এই রাস্তা ধরে ৩ কি.মি. হাটলে সহস্রধারার ট্রেইল চোখে পরবে।
চিটাগাং থেকে যেতে চাইলে অলংকার মোর থেকে লোকাল বাস ধরতে হবে। সিতাকুন্ডের ভাড়া পরবে ৫০-৬০ টাকা।
No comments:
Post a Comment