Wednesday, September 28, 2016

Sajek Valley

Sajek is located in the verdant hills of Kasalong range of mountains amidst the serene and exotic beauty of nature. You will notice lofty mountains, dense forest, sprawling grasslands and miles and miles of hilly tracks. On the way, you will come cross Mayni range, River Mayni and River Kasalong where you will feel that the green and blue harmonize together creating a perfect melody. Due to the ups and downs of the mountainous road, at times you will feels that you are very close enough to touch the sky and sometimes it feels as if you are in a free fall to the valley. Sajek is an all-weather tourist spot. It is a union located at the farthest north of Chittagong Hill Tracts.it Sajek Union is under Baghaichhari Upazila of Rangamati District. From Khagrachhari town, it is 67 km toward north-east and from Rangamati city, it is 95 km towards North-West. International boundary with India is located within 8 km toward east (Mizoram). It is a natural paradise belonging to the Chittagong Hill Tracks which was left unexplored for a long time. The beauty of Sajek is amazing and it has attracted visitors and tourist from home and abroad since long and as a result nature lovers regularly haunt Sajek. Basically, Sajek is the name of a river which separates Bangladesh from India. The river flows into the Karnafuli River in the Chittagong Hill Tracts. Sajek Valley is situated in the North of Rangamati, near the Mizoram border boundary area. The valley is 1800 feet above sea level. Many small rivers flow through the hills among which Kachalon and Machalong are famous. It is one of the biggest unions in Bangladesh.
The main ethnic minorities indigenous to the valley are Chakma, Marma, Tripura, Pankua, Lushai and Sagma. However a word of caution, before traveling there bring along body lotions or creams to prevent the mosquitoes, since some malaria cases have been reported. The place is known as the Queen of Hills & Roof of Rangamati for its natural beauty. Marishsham, another beautiful place near the Sajek Valley, is also very well known because its bamboo houses. There is another place near Sajek called Kanlak which is famous for its orange orchard.
How to go:The valley is mainly in Rangamati District, but it would be easy for the tourists to reach there from Khagrachhari. The route is Khagrachhari – Dighinala Bazaar – Bagaihat Bazaar – Machalong Haat – and then Sajek. It is around 75 km from Khagrachhari. The distance between Dighinala and Sajek is 52 km. Main transportation of that area is Chander Gari. It will cost around Tk. 6000-Tk. 8000/- from Khagrachhari. It is like a four wheel jeep. Sometimes visitors can take some tea break on the way at Haat. From Dighinala, travelers can hire motor bike. It may cost Tk. 1000-Tk. 1500/- up-down. The region is extremely backward

Saturday, September 24, 2016

Ahsan Monjil

Ahsan Manjil san Manzil is an attractive tourist spot in Dhaka. It is one of the most meaningful architectural heritage of Bangladesh. It is situated in Old Dhaka on the bank of the river Buriganga. The area is called Kumartuli in Islampur. Here you you’ll enjoy the feeling of the lifestyle of the Nawabs of Dhaka. The pink palace was actually built by Nawab Sir Abdul Gani in 1872, and was reconstructed after the tornado of 1888. Now it has been established as a museum. People have the opportunity to visit the museum and here you will find some historical and archeological things.It has 23 galleries displaying portraits, furniture and other objects used by the Nawab. Location Kumartuli,Islampur,Dhaka Famous for Heritage & Museum How to get there You can visit Ahsan Manzil very easily through rickshaw and public transport with minimum cost of 30 BDT from Motijheel in Dhaka. its just few minutes of distance apart from the Jagannath University. Where to stay There are many Hotels and Restaurants you will find in Dhaka city to stay and have food . Entry Permits/Fees Adult: BDT 5 Child ( Under 12 years old ): BDT 2 Foreigner: BDT 75 SAARC domestic visitors: BDT 5 Student & abnormal people : Free ( Student need pre-permission ) Opening time 10.30 AM in Summer (1st April to 30th September) ( *Friday opens at 3 PM ) 9.30 AM in WInter (1st October to 30th March) ( *Friday opens at 2:30 PM ) Closing time 5.30 PM in Summer ( *Friday closes at 7.30 PM ) 4.30 PM in Winter ( *Friday closes at 7.30 PM ) Holiday Thrusday

Monday, September 19, 2016

Boga Lake


Boga Lake is the most beautiful natural lake in Bangladesh. It is also known as Bagakain Lake or Baga Lake. Boga lake is 18 kilometer away from Ruma Sadar Upozilla in Bandarban. The area of this lake is about 15 acres. It is about 3000 feet above sea level. The color of water of this lake is blue and very nice. There are many mythological stories behind the creation of this lake. There are many tourists make their way to Boga lake every year, specially in the winter season. Small tribe community like Bawm, Khumi have localities besides the Boga lake. In the rainy season, it is quite difficult to stroll beside the boga lake. The road from Ruma to Boga lake is still under construction. There waiting lots of pleasure and delight for you at Boga lake. You will definitely be amazed looking at the big rocks lying in and out of the Boga lake. You can have a camp fire beside the lake, that will be unbelievable and mind-blowing memory in your life.
Bogalake, an inscription endowment of beauty and pleasure at Bandarban, Bangladesh
Nature lovers always feel a thirst inside for beauty, thrill and enchantment. And the holy nature has bestowed Bangladesh with an overwhelming and nonparallel creature which is publicly known as Boga Lake. Bogalake is considered as a source of wonder, unlimited beauty and adventure for the nature`s lovers and travelers. So Boga Lake is waiting with its unique beauty for those adventurous travelers who just not only want to satisfy their eyes with artificial and tedious natural beauties but also want to fill their heart with eternal joy and thrill to innovate their restless mind. And it has emerged like a holy duty of the travelers and tourists to visit the Boga Lake as soon as possible to highlight the beauty with thrill.
The origin of the name Boga lake is derived from some domestic mythological stories. The word Boga is derived from the local word Baga which means a dragon or fire. Actually some super natural stories flame the fire about the lake being the accommodation of an ancient dragon indeed and that concludes the story of the identification of Boga lake
Anthropologists define Boga lake as 2000 year old hill enclaves natural lake of Bandarban,Bangladesh. Boga lake is accompanied with deep bamboo bushes from its three sides winch are bounded by mountain peaks. Again, Boga lake is recognized as the highest natural lake of Bangladesh which is approximately 1500 ft above the sea level. Boga lake has a rectangular sap either funnel shape. But some experts argue that the Boga lake is about (3000-3700) fts above the sea levels indeed. The lake is supposed to be 38 meter deep. There remains a small spring beside the Boga lake which is called Bagachhara (153m deep). Boga lake is a closed lake and to drain out water there is no outlet. Basically Bagachhara is the fundamental source of water along with surface drainage, rain water and seepage of spring, soft and small rocks of different shapes have almost covered Boga lake surface.
The beauty and attraction of the Boga lake changes with the color change of the lake. Depending on various indicators like sun rays, clouds` humidity and the so called existence of a hot spring at the bottom of the Boga lake the water of the Boga lake takes different color at different seasons. But usually the lake water shows its extra –ordinary crystal clear mirror view of blue shade which reflects like pearls and more than enough to astonish a tourist guy.
It is easy to imagine for the common people that almost 1500 ft above sea level and unfavorable natural area of Boga lake has made it without any existence of human community or barren area indeed. But the tourists and travelers will feel relieved to know that they will find numbers of local tribes like Bawm or Bom, Khumi and others on their way and in the Boga lake area too.
Accommodation
The local tribal communities have interesting arrangements for the tourists and travelers accommodation of the Boga Lake. They have built small but attractive cottages with sufficient facilities within their range.

Tuesday, September 13, 2016

 Paharpur Bihar Museum, Naogaon

Paharpur is a Buddhist temple was found under ground. The name of the Buddhist Temple is Sompur Bihar . Somapura Mahavihara in Paharpur, Badalgachhi Upazila, Naogaon District, Bangladesh (25°1’51.83″N, 88°58’37.15″E) is among the best known Buddhist viharas in the Indian Subcontinent and is one of the most important archeological sites in the country. It was designated a UNESCO World Heritage Site in 1985
How to get there:
There are luxurious Coach services from Dhaka to Naogaon.it takes about 5 hours to reach Naogaon and there are several Vehicles like Rickshaw, Cng, buses and auto rickshaws are available from there to go Paharpur.

Kantaji Temple, Kaharol Upzilla, Sondurpur, Dinajpur

Kantajew Temple is the most ornate and beautiful temple of Bangladesh. It is treated as one of the finest masterpieces of medieval architecture of Bengal made by red burn mud. Every inch of the temple surface is embellished with exquisite ‘Terracotta’ plaques, representing flora fauna, geometric motifs, mythological scenes and an astonishing array of contemporary social scenes and favorite pastimes. These artistic creation must attract the visitors. It is a Holy place, generally people come here to pray and see the ancient heritage architecture.
How to get there
Can hire microbus or auto rickshaw for family tour from Dinajpur town to Kantajew temple and it will take about 45 minutes.

Sunday, September 11, 2016

হিমছড়ি, কক্সবাজার

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে মাত্র ১২ কিলোমিটার দক্ষিনে রয়েছে একটি আকর্ষনীয় পর্যটন স্পট। পাহাড়ের কোল ঘেঁষে এ সমুদ্রসৈকতের নাম হিমছড়ি। এখানকার সমুদ্র সৈকতটি কক্সবাজারের চেয়ে অপেক্ষাকৃত নির্জন ও পরিস্কার পরিচ্ছন্ন। এর সৌন্দর্যও কোনো অংশে কম নয়। সবচাইতে গুরুত্বপূর্ন বিষয় হলো হিমছড়ি যত না সুন্দর তার চাইতে সুন্দর ও রোমাঞ্চকর হল কক্সবাজার থেকে এ সৈকতে যাওয়ার পথটি। একপাশে বিস্তৃর্ন সমুদ্রের বালুকা বেলা আর এক পাশে সবুজ পাহাড়ের সাড়ি। মাঝে পিচ ঢালা মেরিন ড্রাইভ। পাহাড়ে উঠলে চোখের সামনে ভাসবে নীল দিগন্তে হারিয়ে যাওয়া বিশাল সমুদ্র।
হিমছড়ির পাহাড়ের হিমশীতল ঝরনাগুলো বেশ আকর্ষণীয়। ছোট ছোট ঝর্না আপন মনে ঝরে পরছে পাহাড়ের গায়ে ছূটে যাচ্ছে সাগরের দিকে।দুপুরের রোদ কমে গেলে রওনা হতে হবে। পথ চলতে হবে কক্সবাজারের নানা চিংড়ি হ্যাচারীর মাঝখান দিয়ে । পথে লাল রংয়ের স্কুল ড্রেস পরা ছেলেমেয়েদের দেখবেন। আর দুপাশে থাকবে সাগর পারের গাছপালা। এরপর বেশ উচু একটা ব্রীজপার হয়ে শুরু হবে হীমছড়ির রাস্তা। রাস্তার একপাশে থাকবে উচু পাহাড় আরেক পাশে সাগর। নানা রকম পাখির কলতান শুনতে শুনতে আপনি রোমাঞ্চিত হবেন। এই রাস্তাটি সেনা বাহিনীর তৈরি করা। যাবার পথে সেনাবাহীর একটি ক্যাম্প। পাহাড়ে নানা রকম ঝোপঝারের সাথে সাথে সমুদ্র সৈতক পাড়ে দেখা যায় সুদুর ঝাউ গাছের সারি। মাঝে মাঝে নারিকেল গাছের এক পায়ে দাড়িয়ে থাকা সৌন্দর্যের ভিন্ন এক মাত্রা যোগ করে। জায়গায় জায়গায় দেখবেন পাহাড়ী ছোট ছোট ঝড়না। শুকনা মৌসুমে হয়তো সবটাতে পানি দেখবেন না। পথে রিক্সা বা গাড়ী থামিয়ে ঝড়নার পারে ঘুরে আসতে পারেন। রাস্তার ওপর পাশে সাগর। মাঝে মাঝে দেখবেন জেলে নৌকা বালির উপর সারি করে রাখা আছে।
হিমছড়িতে একটি ছোট পর্যটন কেন্দ্র আছে। টিকেট কেটে এখানে ঢুকতে হয়। ভীতরের পরিবেশটা বেশ সুন্দর। পাহাড়ের উপরে আছে অনেকগুলো বিশ্রামাগার। প্রায় ২ শতাধিক সিড়ি মাড়িয়ে উপরে উঠতে হয়। কষ্টটা মুহুর্তেই ভুলে যাবেন যখন পাহাড়ের চুড়া থেকে কক্সবাজারের পুরো সমুদ্রসৈকতটা এক পলকে দেখতে পাবেন। দুলর্ভ সে দৃশ্য। এখানে একটি ছোট ঝর্না রয়েছে। ঝর্নাটি ছোট কিন্তু বর্ষা মৌসুমে এটি দারুন রূপ ধারন করে।
যেভাবে যেতে হবে:
ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার জন্য আছে সড়কপথ ও আকাশপথ। গ্রীন লাইন, সোহাগ পরিবহন, সিল্ক লাইন ও নেপচুন পরিবহনের ভলবো এসি বাস যায় কক্সবাজারে। ভাড়া ৬৩০ টাকা। ঢাকা থেকে এখন কক্সবাজারে যাওয়ার জন্য আছে গ্রীন লাইন পরিবহনের সর্বাধুনিক বাস স্কেনিয়া। সড়কপথে আরামদায়ক একটি ভ্রমণ করতে চাইলে অবশ্যই এ পরিবহনটি বেছে নিতে হবে আপনাকে। এ ছাড়া যারা একটু টাকা বাঁচিয়ে ভ্রমণ করতে চান তাদের জন্য আছে সৌদিয়া, এস আলম, চ্যালেঞ্জার, ইউনিক পরিবহনের বিলাসবহুল নন-এসি বাস। ভাড়া ৩৯০ টাকা। এ ছাড়া ট্রেনে চট্টগ্রামে এসেও সেখান থেকে কক্সবাজার আসতে পারেন। ঢাকা থেকে চট্টগ্রাম আসার জন্য আছে সুবর্ণ এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, মহানগর প্রভাতী, তূর্ণা নিশীথা প্রভৃতি। চট্টগ্রাম থেকে কক্সবাজারে আসার সবচেয়ে ভালো পরিবহন হলো সৌদিয়া, এস আলম, শাহ আমিন ও বোরাক পরিবহনের বাস। ঢাকা ও চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার যায় বাংলাদেশ বিমান ও জিএমজি এয়ারলাইন্স।
কক্সবাজার থেকে হিমছড়ি ২ ভাবে যাওয়া যায়। জীপ ভাড়া করে অথবা রিক্সায়। অথবা এখানে বেবি ট্যাক্সিও ও ব্যাটারী চালিত অটোরিক্সা ভাড়া পাওয়া যায়। সেটাতে করেও যেতে পারেন
পানতুমাই, সিলেট
সিলেট জেলার পশ্চিম জাফলং ইউনিয়নের একটি গ্রাম পানতুমাই, ভারত সীমান্তে, মেঘালয় পাহাড়ের পাদদেশে এর অবস্থান। পানতুমাই গ্রামকে বলা হয় বাংলাদেশ এর সবচেয়ে সুন্দর গ্রাম। যদিও অনেকে একে “পাংথুমাই” বলে, কিন্তু এর সঠিক উচ্চারণ “পানতুমাই”
বাংলাদেশের কোল ঘেঁষে প্রতিবেশী ভারতের মেঘালয়ের গহীন অরণ্যের কোলে বাংলাদেশ পানে নেমেছে অপরূপ এক ঝরনাধারা। ঝরনাটির স্থানীয় নাম ফাটা ছড়া ঝরনা; কেউ কেউ একে ডাকেন বড়হিল ঝরনা বলে। ঝরনাটি ভোগোলিক ভাবে ভারতে অন্তর্ভুক্ত। তাই আমরা বাংলাদেশীরা শুধু দূর থেকেই দেখি এর সৌন্দর্য।পাশেই বিএসএফের ক্যাম্প। এখানে বিজিবির কোনো চৌকি নেই। তাই সীমানার কাছাকাছি যাওয়া বিপদজনক। পাহাড় ঘেঁষা আঁকাবাঁকা রাস্তা পানতুমাই গ্রামের বৈশিষ্ট্য। গ্রামের শেষে পাহাড়ি গুহা থেকে হরিণীর মতোই লীলায়িত উচ্ছল ভঙ্গিমায় ছুটে চলেছে সঠিক নাম না জানা এই ঝরনার জলরাশি। ছিটকে পড়ে মেলে ধরছের রূপের মাধুরী।
পাংথুমাই
কিভাবে যাবেনঃ
___________
পাংথুমাই যেতে হলে র্সবপ্রথম আপনাকে আসতে হবে সিলেট শহরে। সিলেট নগরীর আম্বরখানা থেকে এয়ারপোর্ট রোড ধরে এগিয়ে গেলে প্রথমেই চোখে পরবে লাক্কাতুরা আর মালনিছরা চা বাগান। বিমানবন্দর পর্যন্ত এ রকমই সুন্দর রাস্তা দেখতে পাবেন। এই রাস্তা ধরে সালুটিকর হয়ে দেড় ঘণ্টায় পৌঁছে যাবেন হাদারপার বাজারের কাছে।
হাদারপার বাজারে যাবার আগেই মেঘালয়ের সারিবদ্ধ হয়ে দেয়ালের মতো দাঁড়িয়ে সীমাহীন উঁচু পাহাড়ের সারি স্বাগত জানাতে জানাতে ধীরে ধীরে যেনো কাছে চলে আসতে থাকবে আপনার। দূর থেকে দেখতে পাবেন পাহারের বুক চিড়ে বয়ে আসা সাদা রেখার ন্যায় অসংখ্য ঝর্না হাতছানি দিয়ে ডাকতে শুরু করেছে নিজেদের দিকে, আর আফসোস করতে থাকবেন ওই সবুজে মোড়ানো সারিবদ্ধ পাহাড় আর ঝর্নাগুলো কেন আমাদের হলো না! এসব ঝরণার কাছে গিয়ে পানি ছোঁয়ার কোনও সুযোগ নেই, শুধুই দুই চোখ ভরে উপভোগ করা যায়। কারণ এর সবগুলোই ভারতের। হাদারপার খেয়াঘাট থেকে নৌকায় চেঁপে মেঘালয় পাহাড়ের পাদদেশে ভারতের সিমান্ত ঘেসা আকাবাকা পিয়াইন নদী ধরে এক থেকে দেড় ঘণ্টায় পৌঁছে যাবেন পাংথুমাই।
এছাড়া সিলেট শহর থেকে মাইক্রোবাস অথবা সিএনজি ভাড়া করে সরাসরি যাওয়া যাবে পাংথুমাই পর্যন্ত। পাংথুমাইয়ে যাওয়া যায় দুটি রাস্তায়। একটি হচ্ছে গোয়াইনঘাটের সালুটিকর হয়ে আর অন্যটি জৈন্তাপুরের সারিঘাট হয়ে। উভয় রাস্তায় দূরত্ব ও ভাড়া সমান। এই বর্ষায় ঘুরে আসুন পাহাড়ি ঝর্না পাংথুমাই থেকে, উপভোগ করুন প্রকৃতির অপার সৌন্দর্য বন্ধু অথবা পরিবারকে সঙ্গে নিয়ে। হাতে সময় থাকলে নৌকা নিয়ে বিকেলটা কাটিয়ে আসতে পারেন বিছানাকান্দি আর লক্ষণছড়া থেকে।
লালাখাল, সিলেট
মেঘালয় পর্বত শ্রেনীর সবচেয়ে পুর্বের অংশ জৈন্তিয়া হিলসের ঠিক নীচে পাহাড়, প্রাকৃতিক বন, চা বাগান ও নদীঘেরা একটি গ্রাম লালাখাল। সারীঘাট থেকে লালাখাল পর্যন্ত ১২ কিমি নদীর পানির রঙ পান্না সবুজ। পুরো শীতকাল এবং অন্যান্য সময় বৃষ্টি না হলে এই রঙ থাকে। মুলতঃ জৈন্তিয়া পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারনেই এই নদীর পানির রঙ এরকম দেখায়।
.
স্বচ্চ নীল জল রাশি আর দুধারের অপরুপ সোন্দর্য, দীর্ঘ নৌ পথ ভ্রমনের সাধ যেকোন পর্যটকের কাছে এক দূর্লভ আর্কষণ। সারি নদীর স্বচ্চ জলরাশির উপর দিয়ে নৌকা অথবা স্পীডবোটে করে আপনি যেতে পারেন লালা খালে। ৪৫ মিনিট যাত্রা শেষে আপনি পৌছে যাবেন লালখাল চা বাগানের ফ্যাক্টরী ঘাটে। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকবেন নদীর পানির দিকে। কি সুন্দর নীল, একদম নীচে দেখা যায়। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী সারী নদী নামে বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে।
.
সারীঘাট থেকে সাধারনত নৌকা নিয়ে পর্যটকরা লালাখাল যান। স্থানীয় ইঞ্জিনচালিত নৌকায় একঘন্টা পনেরো মিনিটের মতো সময় লাগে সারী নদীর উৎসমুখ পর্যন্ত যেতে। উৎসমুখের কাছাকাছিই রয়েছে লালাখাল চা বাগান।
.
সরাসরি গাড়ী নিয়েও লালাখাল যাওয়া যায়। সারী ব্রীজ় পেরিয়ে একটু সামনেই রাস্তার মাঝখানে একটি পুরনো স্থাপনা। এটি ছিলো জৈন্তিয়া রাজ্যের রাজকুমারী ইরাবতীর নামে একটি পান্থশালা। এর পাশ দিয়ে হাতের ডানের রাস্তায় ঢুকে সাত কিমি গেলেই লালাখাল। লালাখাল এ রিভার কুইন রেস্টুরেন্ট এর সামনে থেকে ও নৌকা নিয়ে জিরোপয়েন্ট ঘুরে আসা যায়।
.
সারীঘাট থেকে স্থানীয় নৌকা নিয়ে লালাখাল যেতে খরচ পড়বে ১০০০-১৫০০ টাকার মতো। আর নাজিমগড় বোট স্টেশনের বিশেষায়িত নৌকাগুলোর ভাড়া ২০০০-৫০০০ টাকা পর্যন্ত। গাড়ী নিয়ে লালাখাল চলে গেলে রিভারকুইন রেস্টুরেন্ট থেকে আধাঘন্টার জন্য নৌকা ভাড়া পড়বে ৫০০ টাকা।

সহস্রধারা ঝরনা - সীতাকুণ্ড ইকো পার্ক, চট্টগ্রাম

কিভাবে যাবেন : ঢাকা থেকে রাতে চট্টগ্রাম গামী যে কোন বাসে উঠে পরবেন। টিকেট চেকার কে বলে রাখলে সীতাকুণ্ড ইকো পার্ক এর গেটে নামিয়ে দেবে। খুব বেশি সকালে নামিয়ে দিলে ওখানেই কিছুক্ষণ অপেক্ষা করুন। সকালের নাস্তা এবং শুকনো খাবার ওখানেই পাবেন। গেট থেকে রাস্তা ধরে কিছুদুর গেলেই রেল লাইন পাবেন আরো কিছুদুর গিয়ে মেইন গেট পাবেন। ওখান থেকে টিকেট কেটে ভিতরে ঢুকতে হবে। ভেতরে পিচ ঢালা পাহাড়ি পথ ধরে সামনে এগুতে হবে। রাস্তার পাশেই ছোট ছোট সাইনবোর্ড এ বিভিন্ন স্থান এবং ঝরনার নির্দেশনা দেয়া থাকবে। এই রাস্তা ধরে ৩ কি.মি. হাটলে সহস্রধারার ট্রেইল চোখে পরবে।
চিটাগাং থেকে যেতে চাইলে অলংকার মোর থেকে লোকাল বাস ধরতে হবে। সিতাকুন্ডের ভাড়া পরবে ৫০-৬০ টাকা।
তাজহাট জমিদার বাড়ি, রংপুর 

যে ভাবে যাবেন?:
ঢাকা থেকে এখানে আসতে হলে গাবতলী অথবা কল্যাণপুর থেকে সরাসরি রংপুরের বাসে আসতে পারেন। হানিফ, শ্যামলি, এস আর, টি আর পরিবহনসহ বেশ কিছু এসি – নন এসি ভালো বাস সার্ভিস রয়েছে। ভাড়া পড়বে ৫০০-১০০০ টাকা।
শহর থেকে তাজহাটের দূরত্ব মাত্র ৩ কি.মি.। অটো বা রিক্সা তে যেতে হবে।
থাকবেন কোথায়?:
রংপুর শহরে থাকার জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা হলো জেল রোডে অবস্থিত আর.ডি.আর এস। এখানে দ্বিশয্যা কক্ষের ভাড়া ১১০০ টাকা, এক শয্যা কক্ষের ভাড়া ৮০০ টাকা। ফোন ৬২৫৯৮, ৬২৮৬৩। রংপুরে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের একটি বড় ধরনের মোটেল রয়েছে। এখানে সাধারণ দ্বিশয্যা কক্ষের ভাড়া ১০০০ টাকা, তাপ নিয়ন্ত্রিত দ্বিশয্যা কক্ষের ভাড়া ১৬০০ টাকা, ভিআইপি স্যুটের ভাড়া ২৮০০ টাকা। ফোন- ৬৩৬৮১, ৬২৮৯৪। শহরের জাহাজ কোম্পানির মোড়ে হোটেল শাহ আমানত। এখানে সাধারণ এক শয্যার কক্ষ ৩০০-৭০০ টাকা, সাধারণ দ্বিশয্যা কক্ষের ভাড়া ৪০০ টাকা, তাপ নিয়ন্ত্রিত দ্বিশয্যা কক্ষের ভাড়া ১০০০ টাকা, স্যুটের ভাড়া ১৬০০ টাকা। ফান- ৬৫৬৭৩। এছাড়াও রংপুরের অন্যান্য হোটেল হলো- জাহাজ কোম্পানির মোড়ে গোল্ডেন টাওয়ার, ফোন- ৬৫৯২০, ৬১১৬৯। থানা রোডে হোটেল তিলোত্তমা, ফোন- ৬৩৪৮২। জিএল রায় রোডে হোটেল পার্ক, ফোন- ৬৬৭১৮। ধাপ জেল রোডে হোটেল বিজয়, ফোন- ৬৫৮৭১। স্টেশন রোডে হোটেল চাঁদিমা, ফোন- ৬২০২৬। এসব হোটেলে ২০০-৮০০ টাকায় বিভিন্ন রকম কক্ষ রয়েছে। রংপুরের এন ডব্লিউ কোড ০৫২১।
ভ্রমণার্থীদের জন্য জমিদারবাড়ির দর্শনের সময়সূচি:
গ্রীষ্মকালীন (এপ্রিল-সেপ্টেম্বর)- বেলা ১০টা থেকে সন্ধ্যা ৬টা
শীতকালীন (অক্টোবর-মার্চ)- ৯টা থেকে বিকেল ৫টা
রবিবার পূর্ণ দিবস, সোমবার অর্ধ দিবসসহ সরকারি সব ছুটির দিনে জমিদার বাড়ি জাদুঘর বন্ধ থাকে।
টিকেট প্রাপ্তিস্থানঃ জাদুঘরের গেটের পাশেই রয়েছে টিকেট কাউন্টার, জনপ্রতি টিকেট এর দাম বিশ টাকা করে, তবে পাঁচ বছরের কম কোন বাচ্চার জন্যে টিকেট এর দরকার পড়েনা। তবে মাধ্যমিক পর্যায়ের শিশু-কিশোরদের জন্য প্রবেশ মুল্যে নির্ধারন করা হয়েছে ৫ টাকা। সার্কভুক্ত বিদেশি দর্শনার্থীর জন্যে টিকেট মূল্য একশত টাকা এবং অন্যান্য বিদেশী দর্শকদের জন্য টিকেটের মূল্য দুইশত টাকা করে।
দেখার কি আছে?
বাংলাদেশে যে কয়টি সুবিশাল ও অনন্য সুন্দর স্থাপনা রয়েছে তার মধ্যে তাজহাট জমিদার বাড়ি অন্যতম। স্থাপত্যশৈলীতে ঢাকার আহসান মঞ্জিলের সাথে বেশ মিল রয়েছে এই জমিদার বাড়ির। জানা যায় রংপুরের মাহিগঞ্জ তাজহাট এলাকায় প্রজা হিতৈষী জমিদার গোবিন্দ লাল রায়ের পুত্র গোপাল লাল রায়ের বাড়িটি প্রাচীন স্থাপত্য শিল্পের এক অপূর্ব নিদর্শন। প্রায় ১০ বছর সময় লেগেছে চমৎকার এই স্থাপনা তৈরিতে। ৭৬.২০ মিটার দৈর্ঘ্য ভবনটি তৈরীতে ব্যবহার করা হয়েছে ইতালী থেকে আমদানিকৃত শ্বেত পাথর। ছায়াঘেরা মনোরম পরিবেশে অবস্থিত এই বাড়িটি নির্মাণ করা হয় ১৯০৮ থেকে ১৯১৭ সালের মধ্যে। ১৯৪৭ সালে জমিদার বাড়িটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তখন ৫৫ একর জমিসহ মুল ভবনটিতে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়।
১৯৮৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট এরশাদের সরকার জমিদার বাড়িতে স্থাপন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রংপুর বেঞ্চ। ১৯৯২ সালে হাইকোর্ট বেঞ্চ প্রত্যাহার করার পর ১৯৯৫ সালে জমিদার বাড়িটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে ন্যস্ত করা হয়। ২০০৫ সালের ২০ মার্চ রংপুর জাদুঘর স্থানান্তর করা হয় তাজহাট জমিদার বাড়িতে।
রংপুর জাদুঘরে দুর্লভ প্রত্নসম্পদের মধ্যে রয়েছে মূল্যবান কষ্টি ও শিলামূর্তি, পোড়ামাটির ফলক, শিবলিঙ্গ, সম্রাট আওরাঙ্গজেবের স্বহস্তে লেখা খুৎবা, ক্ষুদ্রাকার কোরআন শরিফ, কবি শেখ সাদীর স্বহস্তে লেখা কবিতা, প্রাচীন মুদ্রাসহ প্রায় ৪০ থেকে ৫০ রকমের প্রত্নসম্পদ।
পুরো ভবনটিতে রয়েছে মোট ২৮টি কক্ষ। এখানে একটা গুপ্ত সিড়ি রয়েছে যা কোন সুড়ঙ্গের সাথে যুক্ত হয়ে ঘাঘট নদীতে মিলেছে বলে জনশ্রুতি রয়েছে। তবে নিরাপত্তাজনিত কারনে তা এখন বন্ধ।
প্রাসাদ চত্বরে ফুল-ফলের নানা গাছের সারি ছাড়াও একটা ছোট দিঘী রয়েছে। তার পাশেই রয়েছে বিশাল বাগান।

বিছানাকান্দি,সিলেট

আপনার যদি সমতলে ১ দিনে ২০/২৫ কিলো হাটার অভ্যাস থেকে থাকে, তাহলে আপনার জীবনের সেরা একটা দিন হতে পারে এটি।
১ দিনে জাফলং, সংগ্রামপুঞ্জি,ফাটা ছড়া,পানথুমাই,লক্ষন ছড়া,কুলুম ছড়া ও বিছানাকান্দি ঘুরে আসুন, আর অবশ্যই বর্ষায় যাবেন, যদি হালকা বা ভারী বরষন হয় তাহলে তো কথাই নেই। বাংলাদেশ এবং ভারতের সিমানা ধরে সারাদিন হাটবেন, ভারতের বড় বড় পাহারে মেঘের লুকোচুরি ও গ্রামীন মানুষের সহজ সরল জীবন জাপনাকে বিমোহিত করবে।
কিভাবে শুরু করবেন :- ঢাকার সায়দাবাদ থেকে রাত ১১টা / ১০ টারবাসে(আহমেদ পরিবহন) সরাসরি জাফলং, ভাড়া:-৩৫০ টাকা, নামবেন জাফলং মামার বাজার, সকাল ৭ টায় পৌছে যাবেন। বাজারে নাস্তা করে খেয়া পারহয়ে যাবেন খাসিয়াপুঞ্জি,১০ টাকা।
হেটে সংগ্রামপুঞ্জি ও ফাটাছড়া ঝর্ণা দেখে আবার খাসিয়া পুঞ্জি ফিরে আসবেন, সমময় লাগবে ১ ঘনটার কম। চাইলে হেটে হাজিপুর, ২ ঘনটার কম লাগবে।
খাসিয়াপুঞ্জি থেকে বট বটিতে হাজিপুর, ভাড়া :-২৫/২০ টাকা।
হেটে গেলে সংগ্রামপুঞ্জি ও তার থেকে পশ্চিমে ১০ মিনিট হেটে ফাটা ছড়া, তারপর নকশিপুঞ্জি-লামাপুঞ্জি-প্রতাপপুর-হাজিপুর।
হাজিপুর থেকে হাটা শুরু করলে পানথুমাই ৪০/৩০ মিনিট লাগবে। এটা দেখে যাবেন সোনাহাট ক্যাম্প, হাটলে ১ ঘনটা লাগবে, নতুবা ২০/২৫ মিনিট হেটে মারতাল বাজারে থেকে cng রিজার্ভ করে সোনাহাট ক্যাম্প, ভাড়া:-১৫০, হোনডায় ২ জন৪০/৫০ টাকা। সোনাহাট ক্যাম্প থেকে ২ টি রাস্তা দিয়ে লক্ষন ছড়া যাওঅ যায়, শটখাট রাস্তা দিয়ে গেলে নদী পার হতে হবে হেটে, ভড়া বর্ষায় সাতরে পার হতে হবে, ২ মিনিট লাগবে শটখাট রাস্তায়, অন্য পথটায় যাইনি । লক্ষন ছড়া দেখে হাটতে থাকলে পরবে কুলুম ছড়া এবং আর একটু সামনে পরবে বিছানা কান্দি, বিছানাকান্দিতে ৪ দিন পরপর ভারতীয় হাট বসে, এছাড়া চড়া মূল্যে সব সময় ভারতীয় পন্য পাবেন, তারপর ট্রলার রিজার্ভ বা শেয়ারে ৪০০ টাকায় হাদার পার, বা হেটে ১ ঘনটা ১০/২০ মিমিট লাগবে, খেয়া পার হতে হবে ১ বার ৫ টাকায়। হাদার পার থেকে সরাসরি সিলেট বা ভেংগে ভেংগে সিলেট, তারপর রাতে পাঁচভাইতে খেয়েদেয়ে লোকাল বাসে ২৫০-/+ টাকায় ঢাকা।
৮ বা ১০ ঘনটা রিল্যাক্স মুডে হাটলেই হবে, পানি টানার দরকার নেই, হালকা খাবার রাখা উচিৎ, পারলে স্যূপ বা নুডুস রেধে খাওয়া, যা খাবেন দামাদামি করে খাবেন, সিলেটি দের সময় জ্ঞান শূন্যের কোঠায়, তাই আপনায় বার বার বলবে ৫ মিনিট বা আধা ঘনটা লাগবে।
১০০০ টাকায় খুব সুন্দর ভাবেই এই ট্যূর করা সম্ভব।
রাতারগুল, সিলেট

বাংলাদেশের স্বীকৃত একমাত্র সোয়াম্প ফরেস্ট "রাতারগুল", সিলেট।
যেভাবে যাবেনঃ ঢাকা থেকে সিলেট বাস / ট্রেনে করে, তারপর জীপ ভাড়া (১৫০০-২০০০ টাকা) করে গোয়াইন ঘাট, সেখান থেকে নৌকা (৫০০-৭৫০টাকা) নিয়ে ঢুকবেন এই জলারবনে।
সাবধানতাঃ সাপ আছে অজস্র, গাছের ডালে হাত দিবেন না। প্রকৃতি নষ্ট করবেন না, পানিতে প্লাস্টিকের কোন প্যাকেট/ বোতল ফেলবেন না।